সোমবার , এপ্রিল ১৪ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে রক্তের গ্রুপিং ও রক্তদান কর্মসূচী

নাটোরে রক্তের গ্রুপিং ও রক্তদান কর্মসূচী

নিজস্ব প্রতিব্দেক: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী- মুজিববর্ষ-২০২০ উদযাপন উপলক্ষ্যে নাটোরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকালে নাটোর সদর উপজেলার জিঁউপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এই কর্মসূচীর আয়োজন করে রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের ব্লাড ব্যাংক এবং আলোর মিছিল সেবা ফাউন্ডেশন।
সকালে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের সম্পাদক ও নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন। আলোর মিছিল সেবা ফাউন্ডেশনের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক রাকিবুল ইসলাম, নাটোরের বাসুদেবপুর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, রাজশাহীর পুঠিয়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক কামরুল ইসলাম, ধানসিঁড়ি সংগঠনের সমন্বয়কারী নারায়ন সরকার ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মমতাজ খাতুন।
দিনব্যাপী এই কর্মসূচীতে বিনামূল্যে দুই শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে ১৪ ব্যাগ রক্ত সংগৃহীত হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের ব্লাড ব্যাংকের টেকনিক্যাল টিম এই কার্যক্রমে সহায়তা প্রদান করে।

আরও দেখুন

নাটোরে মাদ্রাসা থেকে শিক্ষার্থী মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে মাদ্রাসার একটি কক্ষ থেকে মক্তব বিভাগের শিক্ষার্থী সিয়াম হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *