রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / খেলা / নাটোরে রংধনু স্পোটিং ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নাটোরে রংধনু স্পোটিং ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে শহরের মল্লিকহাটি এলাকায় এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য সমাজকে মাদক ও নেশা মুক্ত রাখার প্রয়াসে মল্লিকহাটি রংধনু স্পোটিং ক্লাব ও যুবসমাজ কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগর, পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান চুন্নু প্রমুখ।

খেলায় নলডাঙ্গা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রংধনু স্পোটিং ক্লাব রানার আপ হয়। উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ এবং তাদের র জন্য শুভ কামনা জানান তারা।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …