রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে যৌথ বাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

নাটোরে যৌথ বাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:  

নাটোরে যৌথ বাহিন ীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে। আজ ৬ সেপ্টেম্বর শুক্রবার ভোর চারটার দিকে শহরের কানাইখালী মহল্লার যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান এহিয়া চৌধুরীর বাসা থেকে একটি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এহিয়া চৌধুরী কানাইখালী মহল্লার মৃত সোয়দার চৌধুরী ওরফে আঁখি চৌধুরীর ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র এবং মাদক উদ্ধার এবং এর সাথে জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযানের অংশ হিসেবে আজ ৬ সেপ্টেম্বর শুক্রবার ভোর চারটার দিকে শহরের কানাইখালী মহল্লায় জনৈক এহিয়া চৌধুরীর বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এহিয়া চৌধুরীর শয়ন কক্ষ থেকে একটি অবৈধ ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে নাটোর সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …