সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে যুব ও ছাত্র অধিকার পরিষদের মানববন্ধনে আ’লীগ-ছাত্রলীগের বাধা

নাটোরে যুব ও ছাত্র অধিকার পরিষদের মানববন্ধনে আ’লীগ-ছাত্রলীগের বাধা

নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলার যুব অধিকার পরিষদের সদস্য নিহত নুরসাত প্রামানিকের হত্যার বিচার দাবীতে নাটোরে মানববন্ধনে বাধা প্রদান করেছে আওয়ামীলীও ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বিকেলে ৪টার দিকে কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন করতে লাগলে বাধা প্রদান করে তারা। এসময় তাদের ব্যানার ও মাইক কেড়ে নিয়ে ছত্রভঙ্গ করে দেয় তারা।

এরআগে জেলা যুব ও ছাত্র অধিকার পরিষদের ব্যানারে কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এসময় বক্তব্য দেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক আতাউল্লাহ, অধিকার পরিষদের যুগ্ন সদস্য সচিব মেহেদি হাসান সহ দলটির নেতা কর্মীরা। এসময় তারা যুব অধিকার পরিষদের সদস্য নিহত নুরসাত প্রামানিকের হত্যার বিচার দাবী করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …