নিজস্ব প্রতিবেদক: নাটোর পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীর হাতের কব্জি কেটে নিয়েছে প্রতিপক্ষরা। আজ ২৩ জুলাই রোববার রাত সাড়ে নয়টার দিকে শহরের বলারিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত মিঠুনের স্বজনরা জানান, আজ ২৩ জুলাই রোববার রাতে ভবানীগঞ্জে মোড়ে অবস্থিত ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে সভা শেষে কর্মীদের নিয়ে বাড়ি ফিরছিলেন মিঠুন । ফেরার পথে বলারী পাড়া এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাদের চোখে মুখে মরিচের গুড়া মেশানো পানি ছিটিয়ে দেয়। তারপরেই এলোপাতাড়ি কুপিয়ে মিঠুনের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে। সাথে আরও পাঁচজনকে কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে মিঠুনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় মামলা হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য চলতি বছরের ১৬ মে মঙ্গলবার বিকেল ৩টার দিকে মিঠুন আলীসহ তার সহযোগীরা অতর্কিত হামলা চালিয়ে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নান্নু শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …