রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

নাটোরে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে আওয়ামী যুবলীগ সমর্থক পৌর কাউন্সিলর রানা ও ক্যাডার কোয়েল গ্রুপের সংঘর্ষে কাউন্সিলর রানা গ্রুপের অন্তঃত ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশিক ও জাহিদ নামে দুইজনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং বাঁকীদের নাটোর সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। রানা এবং কোয়েল উভয়েই এমপি শিমুলের ক্যাডার বলে পরিচিত।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর শহরের বড়হরিশপুর বাস টার্মিনালে এলাকায় এই ঘটনা ঘটে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ ও স্থানীয়রা জানান, সকাল থেকে টার্মিনাল এলাকায় জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া সহ পৌর কাউন্সিলর রানা ও কোয়েল একই সাথে অবস্থান করছিল। এলাকায় আধিপত্ত্য বিস্তার করাকে কেন্দ্র করে হঠাৎ করেই কোয়েল গ্রুপ ও রানা গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এরই এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে রানা গ্রুপের অন্তঃত ৭ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের অবস্থার অবনতি হলে দুইজনকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন রানা ও কোয়েল আওয়ামী লীগের কেউ না।

আরও দেখুন

জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ ও সর্তক থাকতে হবে- দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন …