নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জনি (২৩) নামে এক যুবকের মরদেহ রেখে পালালো উদ্ধারকারীরা। আজ ২৭ অক্টোবর ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। জনি রাজশাহী জেলার চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনসুর আলীর ছেলে।
পুলিশ জানায়, আজ ২৭ অক্টোবর ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের সৈয়দ মোড় এলাকা থেকে চার যুবক একজন অসুস্থ রোগীকে নিয়ে এসে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। তবে পুলিশ ধারণা করছে, ট্রাকের ওপর থেকে গাছের ডালের আঘাত লেগে নিচে পড়ে গিয়ে মারা যেতে পারে। পুলিশ বলেছে, মরদেহ ময়নাতদন্তের পরে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …