নিজস্ব প্রতিবেদক:
নাটোর রেলওয়ে স্টেশনে ফয়সাল (২০) নামের এক যুবককে ট্রেন ফেলে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আজ ১১ ফেব্রুয়ারি শুক্রবার রাত্রি পৌনে একটার দিকে নাটোর রেলওয়ে স্টেশনের অদূরে রেলওয়ে গেট এলাকায় এই ঘটনা ঘটে। আহত ফয়সাল নড়াইল জেলার হাচলাকালিয়া গ্ৰামের সেকেন্দার আলীর ছেলে।
নাটোর রেলস্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, আজ শুক্রবার রাত পৌনে একটার দিকে এলাকাবাসী জানায় এক যুবককে কে বা কারা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এলাকার লোকজন ফয়সালকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে ফয়সাল সেখানে চিকিৎসাধীন আছে।
তিনি আরো জানান, ট্রেনটি স্টেশন ছাড়ার অব্যবহিত পরে দ্রুতগামী না হওয়ায় তেমন একটা ক্ষতি হয়নি তার।
আরও দেখুন
সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন
নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …