শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে যাত্রী সঙ্কটে গণপরিবহণ

নাটোরে যাত্রী সঙ্কটে গণপরিবহণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে যাত্রী সঙ্কটে পড়েছে গণপরিবহণ। শুক্রবার সকালে গণপরিবহনের চলাচলের দ্বিতীয় দিনে বাস টার্মিনালগুলোতে সারি সারি বাস দাঁড়িয়ে থাকলেও সেগুলোতে যাত্রী দেখা যায়নি। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহনের নিমিত্তে ভাড়া বৃদ্ধি করায় এই যাত্রী সংকট বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাসে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করলেও সিএনজি অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিক্সা চলছে আগের মতই গাদাগাদি করে যাত্রী নিয়ে। একারণেই বাসে যাত্রী সংকট দেখা দিয়েছে। বিভিন্ন জেলার সীমান্তের চেক পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো গণপরিবহন এক জেলা থেকে অন্য জেলায় যেতে না পারে। তবে যাত্রীদের কাছ থেকে অনেক বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …