বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার

নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে ননাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ন পাড়া এলাকা থেকে জাল টাকা সহ তাদের গ্রেফতার করা হয়। দুপুরে নাটোর সদর থানায় এক প্রেস বিফ্রিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার মারুফত হুসাইন।
পুলিশ সুপার মারুফত হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ন পাড়া এলাকায় তল্লাশী চালায় পুলিশ। এ সময় রাজশাহী থেকে রংপুরগামী মোহম্মদ পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসের গতিরোধ করে তল্লাশী করা হয়। তল্লাশীকালে তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৯ লাখ ৪৩ হাজার টাকা পরিমানের জাল টাকা জব্দ সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে জানায় তারা এই জাল টাকাগুলো নিয়ে রংপুরের বিভিন্ন স্থান থেকে আলু কেনার জন্য যাচ্ছিল।

আরও দেখুন

বড়াইগ্রামে দৈনিক ইত্তেফাকের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে দৈনিক ইত্তেফাকের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা …