শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাত ১২-০১ মিনিটে শহরের কানাইখালী এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।

প্রথমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, পৌরসভা, নাটোর প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে।
পরে শহীদদের মাগফেরাৎ কামনায় এক মিনিট নিরবতা পালন ও দেশের শান্তি সমৃদ্ধি কামনায় শপথ গ্রহন করা হয়। এ সময় শহীদ মিনার এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্যদের বেষ্টনী দিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থ্যা গ্রহণ করেন প্রশাসন। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …