রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

নাটোরে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে আজ শুক্রবার সকালে কান্দিভিটা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া, এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এইচ এম কামরুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আহাদ আলী সরকার, সহ-সভাপতি উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, অ্যাডভোকেট মালেক শেখ সহ আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। অনুষ্ঠান শেষে জাতীয় চার নেতার কর্মজীবন এবং রাজনৈতিক জীবন সম্পর্কে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …