নিজস্ব প্রতিবেদক
নাটোরে যথাযোগ্য মর্যাদায় শোভাযাত্রা আলোচনা সভা ও পূজা-অর্চনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী পালিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের অর্ধবঙ্গেশ্বরী রাণীভবানীর রাজবাড়ির শ্যামসুন্দর মন্দির চত্বর থেকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলেরর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় সেখানে ফিরে যায়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সহ জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনান্তে দেশমাতৃকার কল্যাণে প্রার্থনা এবং কীর্তন পরিবেশন করা হয়।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …