নিজস্ব প্রতিবেদক
নাটোরে মৎস্য সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে মৎস্য অধিদপ্তর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছাঃ শরিফুন্নেসার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বক্তারা মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আলোকপাত করেন। পরে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় জানানো হয় যে, এবারের মৎস্য সপ্তাহের শ্লোগান হচ্ছে ‘মাছ চাষে গড়বো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এবং প্রতিপাদ্য হচ্ছে-‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’।
এসময় মৎস্য অভয়ারণ্য সংরক্ষণ সহ অতিরিক্ত মৎস্য উপাদনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সুপারিশ করা হয়।