নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে মৎস্য ওষুধ ও মৎস্য খাবার তৈরির অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে বিপুল পরিমান মালামাল সহ কারখানা ও গোডাউন সীলগালা করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের বলারিপাড়া এলাকায় আলফা বায়োটেকনোলজি কোম্পানী নামের একটি কারখানায় এই অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন কারখানাটি সীলগালা করে এবং প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে শহরের বলারিপাড়া মহল্লার আলফা বায়োটেকনোলজি কোম্পানী নামের মাছের খাবার ও ঔষধ তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে কারখানায় বিপুল পরিমান বিভিন্ন কেমিক্যাল সহ মৎস্য ঔষধ ও মৎস্য খাবার তৈরি করা অবস্থায় কর্মচারিদের দেখা যায়। পরে প্রতিষ্ঠানের মালিক পক্ষের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোন ধরনের বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেছেননা। পরে মোবাইল ফোন বন্ধ করে দেন। এ সময় বৈধ কোন কাগজপত্র প্রদর্শন করতে না পারায় তাদের ১৭ প্রকার ঔষধ ও খাবার পরীক্ষার জন্য জব্দ করে কারখানা ও গোডাউন সীলগালা এবং প্রতিষ্ঠানের মালিক রিপন সরদারের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়।