শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / আবহাওয়া / নাটোরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস 

নাটোরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস 

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ২১ জানুয়ারি রবিবার সকালে এই তাপমাত্রার রেকর্ড করা হয়েছে বলে জানান ঈশ্বরদী আবহাওয়া অফিস। সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এরফলে অতিরিক্ত কুয়াশা আর ঠান্ডায় আলু ,সরিষা, মসুরসহ ফসলের ক্ষতির মুখে কৃষকরা। এখন অতিরিক্ত কুয়াশা আর ঠান্ডায় ফসলের গাছ মরে যাচ্ছে, সরিষার ফুল নষ্ট হচ্ছে।

আরো কিছুদিন এমন আবহাওয়া থাকলে তারা ক্ষতির মুখে পড়ার আশংকা করছেন কৃষি বিভাগ। তারা আশংকা করছেন এমন আবহাওয়ায় যে ফসল পাবেন তাতে তাদের খরচের টাকাও উঠবে না। অতিরিক্ত ঠান্ডায় তারা মাঠে গিয়ে ফসলের পরিচর্যাও করতে পারছেন না। পুরো জানুয়ারি মাস জুড়ে ই এমন ঠান্ডা এবং সত্য প্রবাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তাপমাত্রা সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াসের নামলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয় নাটোরে আস্থা কার্যকর হয়নি।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …