নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আলামিন হীরা (৪০), সাখাওয়াত হোসেন (৪৫) এবং নির্মল সরকার (৪৫)কে আটক ও বিভিন্ন ব্র্যান্ডের ১৩ টি দামী মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। আজ ৭ মার্চ সকাল সাড়ে দশটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বিভিন্ন সময়ে চুরি যাওয়া মোটরসাইকেলের এজাহার দায়েরর পর বড়াইগ্রাম থানা পুলিশ এই মোটরসাইকেলগুলো উদ্ধারে তৎপরতা চালায় এরই অংশ হিসেবে চারটি টিমের অভিযানে ৬ মার্চ বেলা এগারটার দিকে প্রথমে অভিযুক্ত চোর আলামিন হীরাকে শনাক্ত করে পুলিশ। হীরার দেয়া তথ্য অনুসারে অপর দুইজন সাখাওয়াত এবং নির্মল সরকারকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ওই মোটরসাইকেলগুলো উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ সুপার আরো জানান, আটককৃতরা বিভিন্ন সময় কৌশলে মোটরসাইকেল চুরি করে কম দামে বিভিন্ন স্থানে লোকজনের নিকট বিক্রি করতো। উক্ত ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।