নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরতলীর হরিশপুর পুলিশ লাইন্স সংলগ্ন সড়ক বিভাজকের বন্ধ পাশ দিয়ে যাবার অপরাধে মিন্টু আলী(৪৩) নামের এক ব্যক্তিকে লাঞ্ছিত করেছে সেখানে কর্তব্যরত এক পুলিশ সদস্য। ওই পুলিশ সদস্যের নাম অনিক হাসান। তিনি একজন পুলিশ কন্সটেবল। বন্ধ পাশে চলাচল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই পুলিশ সদস্য মোটরসাইকেল আরোহী মিন্টুর মুখো আঘাত করে।
এতে মিন্টুর তিনটি দাত ভেঙ্গে যায় মিন্টুর। তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। মিন্টু নাটোর সদরের হরিশপুর এলাকার খোরশেদ আলীর ছেলে। পেশায় সে একজন ব্যবসায়ী। মঙ্গলবার(১৬ই মার্চ) বিকেলে পুলিশ লাইন্সের পাশে এ ঘটনা ঘটে। নাটোর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ও হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পুলিশ লাইন্স সংলগ্ন এলাকা অতিক্রমের সময় মিন্টু সড়কের বাঁশ দ্বারা ব্যারিকেড দেয়া অংশে ঢুকে পড়ে। এতে এগিয়ে এসে এক পুলিশ সদস্য মিন্টুর গতিরোধ করে। এ সময় রাস্তার বন্ধ পাশে ঢোকা নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরই এক পর্যায়ে ওই পুলিশ সদস্য মিন্টুর মুখে আঘাত করে। এতে নাকের নীচের অংশে আঘাত লেগে ফেটে যায়।
রাত সাড়ে ৮ টায় আল সান হাসপাতালে পরিচালক শফিউল আলম বলেন, ‘আধাঘন্টা আগে মিন্টুকে রিলিজ দেয়া হয়েছে। তার নাকের নীচে ফেটে গেছে। সোখানে পাঁচটি সেলাই দেয়া হয়েছে। উপরের তিনটি দাত ভেঙ্গে গেছে। এর বেশি কিছু বলতে পারবো না।’
নাটোর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, দুজনের কথা-কাটাকাটির জেরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। পুলিশের তত্বাবধানে মিন্টুকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় কর্তব্যরত পুলিশের ভূমিকার ব্যাপারে জানতে চাইলে সেলফোনে পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হলে কোন সাড়া পাওয়া যায়নি।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …