নিজস্ব প্রতিবেদক: নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০)নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় বাচ্চু(৩৮) নামের আরো একজন আরোহী আহত হয়েছেন। আজ ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুর আড়াইটার দিকে নাটোর সদরের নাটোর-ঢাকা মহাসড়কের গাজীর বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম লালপুর উপজেলার নান্দরায়পুর গ্রামের জনৈক নজরুল ইসলামের ছেলে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জামিল হোসেন জানান, আজ আজ ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুর আড়াইটার দিকে একটি যাত্রীবাহী বাস বনপাড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিল। বাসটি নাটোর ঢাকা মহাসড়কের গাজীর বিল এলাকায় পৌঁছালে নাটোর থেকে বনপাড়াগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় ওই যাত্রীবাহী বাস। এতে মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী বাচ্চু আহত হন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত বাচ্চুকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাইওয়ে পুলিশ শরিফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মরগে প্রেরণ করে। তিনি আরো জানান, ঘাতক বাস ও এর চালককে আটক করা সম্ভব হয়নি। তবে সড়ক আইনে মামলা দায়েরের পর তদন্ত করে ঘাতক বাসটির চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …