নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবাষির্কী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলায় বিনা মূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন স্বাস্থ্য বিভাগ। মেলা চলাকালীন সময়ে সাধারণ সেবাসহ ওষুধ, মাস্ক বিতরন করা হচ্ছে। মেলায় ঘুরতে এসে এমন সেবা পেয়ে খুশি দর্শনার্থীরা। শহরের কানাইখালী মাঠে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে মেলা। এসময় সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের স্টলে ব্যবস্থাপত্র দিচ্ছেন চিকিৎসকরা।
বিনা মূল্যে দেয়া এ চিকিৎসা সেবার মধ্যে রয়েছে কোভিড-১৯ টিকা কার্যক্রম, টিকা নিবন্ধন, রক্তচাপ পরিমাপ, ওজন পরিমাপ, ডায়াবেটিস পরিক্ষা, রক্তে গ্রুপ নির্ণয়, বিনা মূল্যে ওষুধ বিতরণ, ও প্রাথমিক স্বাস্থ্যসেবা।
দর্শনার্থীরা বলেন, সেবা নিয়ে স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষের কাছে উপস্থিত হওয়ায় সহজে মিলছে সেবা। মেলার মধ্যে এমন সেবা আগে মেলেনি। হাসপাতাল গুলোতে ভিড় থাকলেও এখানে কোন ভিড় নেই। কোন ঝামেলা ছাড়াই সাধারণ চিকিৎসাসহ ওষুধ পাওয়া যাচ্ছে।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান বলেন, জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপি এ মেলায় আগত দর্শানার্থীদের চিকিৎসা দেয়া হচ্ছে। প্রতিদিন কোভিডের টিকাসহ বুস্টার ডোজও নিচ্ছেন এখান থেকে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …