রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মামাকে পিটিয়ে জখম

নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মামাকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মামাকে পিটিয়ে জখম দুর্বৃত্তরা। গতরাতে এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি মির্জাপুর দিঘায় বেড়াতে আসে ওই গৃহবধূ। গতকাল শুক্রবার সন্ধ্যায় ছোট ছেলে মেয়েদের নিয়ে রাস্তার পাশে গল্পগুজব করছিল ওই গৃহবধূ। এমন সময় পাশের গ্রামের বেশ কয়েকজন বখাটে সেখানে উপস্থিত হয় ওই গৃহবধূকে উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি জানতে পেরে ওই গৃহবধূর মামা ও বাবা প্রতিবাদ করে। এ সময় বখাটেরা ওই গৃহবধূটির বাবা ও মামা কে পিটিয়ে আহত করে। বাবাকে প্রাথমিক চিকিৎসা, আর মামাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

নলডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ ওসি শফিকুল ইসলাম জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …