নিজস্ব প্রতিবেদক:
“মুজিব বর্ষের আহ্বান,লাগাই গাছ বাড়াই বন”
এই প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা পর্যায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, পৌর মেয়র উমা চৌধুরী জলি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, নাটোর জজ কোর্টের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সম্মানিত শিক্ষকবৃন্দ।
জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়।