সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে মুজিব বর্ষে লাইফের উদ্যোগে রোভার স্কাউটদের সাথে মাদক বিরোধী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

নাটোরে মুজিব বর্ষে লাইফের উদ্যোগে রোভার স্কাউটদের সাথে মাদক বিরোধী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
মুজিব বর্ষে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফলং ইন্সপাইরেসন ফর এডুকেশন (লাইফ) এর উদ্যোগে নাটোরে রোভার স্কাউটদের সাথে মাদক বিরোধী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর দুইটার দিকে শহরতলির দিঘাপতিয়া এমকে (অনার্স) কলেজের স্টাফরুমে এই উদ্বুদ্ধ করণ সভায় সভাপতিত্ব করেন লাইফের উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের সহকারি পরিচালক আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ আমজাদ হোসেন, লাইফের প্রতিষ্ঠাতা সদস্য, সংগঠনের ভাইস চেয়ারম্যান ডাঃ সাইফুল ইসলাম, লাইফের পরিচালক হুমায়ূন কবির, অত্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অশোক ভদ্র, বাংলা বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রভাষক অনিমেষ কুমার ঘোষসহ রোভার স্কাইট দিঘাপতিয়া এমকে (অনার্স) কলেজ ইউনিটের রোভারগণ।

ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও জেলা রোভারের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সুচনা বক্তব্য দেন লাইফের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল। প্রধান অতিথির বক্তব্যে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক আলমগীর হোসেন বলেন, মুজিব বর্ষে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফের এমন আয়োজন রোভার স্কাউট লিডারদের মাধ্যমে সমাজে মাদক নিয়ন্ত্রনে কাজ করবে। নাটোরসহ সমাজ থেকে মাদক নিমূলে সকলকে এগিয়ে আসা দরকার।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …