নিজস্ব প্রতিবেদকঃ
‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে শনিবার কালেক্টরেট ভবন চত্বর থেকে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে (মাদ্রাসা মোড়) এসে শেষ হয়।
সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তজা আলী বাবলুসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
