রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / খেলা / নাটোরে ‘মুজিববর্ষ’ উপলক্ষে ভলিবল প্রতিযোগিতা

নাটোরে ‘মুজিববর্ষ’ উপলক্ষে ভলিবল প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:

‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয় ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছে। আজ শুক্রবার সকালে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহন করছে। বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলার আগে খেলোয়াড়দের অংশগ্রহনে একটি মাদক বিরোধী শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক মোস্তারুল ইসলাম আলম প্রমুখ।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, সমাজ থেকে মাদক নির্মূল করার লক্ষ্যে ‘মাদককে না বলুন’ শ্লোগানকে শাণিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …