নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে ক্ষণগণনা চলাকালীন জেলা প্রশাসন আয়োজিত দশম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটোরের ঐতিহ্যবাহী সংগঠন ‘সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান’ এর পরিবেশনায় অনুষ্ঠিত হলো দেশের গান, গণসঙ্গীত ও আবৃত্তির সমন্বয়ে এক অন্যবদ্য উপস্থাপনা।
সোমবার সন্ধ্যে ছয়টা থেকে মাদ্রাসা মোড় এলাকার স্বাধীনতা চত্বরে নির্মিত মঞ্চে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন সৈয়দ মাসুম রেজা, মৌমিতা ভট্টাচার্য ও পরিতোষ অধিকারী। আবৃত্তি পরিবেশন করেন রফিকুল ইসলাম নান্টু ও অধ্যাপক অলক মৈত্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ -পিএএ। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেসা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র ও সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান এর সভাপতি উমা চৌধুরী জলি, সহ-সভাপতি সাকাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফরহাদ হোসেন। ক্ষণগণনার দিন থেকেই বঙ্গবন্ধুর জন্মদিন পর্যন্ত প্রতিদিন স্বাধীনতা চত্বরের এই মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক পরিবেশ করছে।