সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে মুক্তিযোদ্ধার ভাতা দিয়ে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নাটোরে মুক্তিযোদ্ধার ভাতা দিয়ে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে প্রয়াত অবিসংবাদিত নেতা সাবেক সংসদ সদস্য শংকর গোবিন্দ চৌধুরীর মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নাটোর প্রেসক্লাবের সামনে, শহরের মাদ্রাসা মোড় এলাকা এবং স্টেশন বাজার এলাকায় মোট তিনটি স্থান থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরীর মেয়ে উমা চৌধুরী।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস। ইফতার সামগ্রী বিতরণ কালে উমা চৌধুরী জানান, প্রতিবছরই আমার বাবার মুক্তিযোদ্ধা ভাতা একসঙ্গে করে দুঃস্থ অসহায় মানুষের সহায়তা করে থাকেন। এবারেও তার মুক্তিযোদ্ধা ভাতা দেড় লক্ষাধিক টাকা একসঙ্গে করে আজকে এই দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হলো। ভালো মানের ইফতার সামগ্রী পেয়ে খুশি পথচারী শ্রমজীবী দুঃস্থ মানুষজন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …