বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান

নাটোরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক:
মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নাটোরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ। আজ ১৭ ডিসেম্বর শুক্রবার সকাল দশটার দিকে হরিশপুর জেলা পুলিশ লাইনস্ এর ড্রিল শেডে এই সংবর্ধনা প্রদান করা হয়। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পিবিআই পুলিশ সুপার শরিফ উদ্দিন। অনুষ্ঠানে আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের ফুল এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়। পরে আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে এবং বিভিন্ন দাবি দাওয়া করে বক্তব্য রাখেন। মুক্তিযোদ্ধাদের সমস্যাগুলোর সমাধান করার আশ্বাস দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার লিটন কুমার সাহা।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …