নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ রোববার থেকে নাটোরের বিসিক শিল্পনগরী মাঠে মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। দুপুর ১২টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক রেজাউল আলম সরকার, বিসিকের উপ ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী, নাটোর বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ কুমার আগরওয়ালা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে তরান্বিত করতে উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। বিসিক স্থানীয় উদ্যোক্তাবৃন্দকে সংগঠিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। মেলার মাধ্যমে উদ্যোক্তাগণের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি এসব পণ্য পর্যবেক্ষণ করে উদ্যোক্তাগণ নতুন নতুন ধারণা লাভ করতে পারবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।
মেলায় মোট ৩৬টি স্টল প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা খোলা থাকবে।
আরও দেখুন
নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …