নিজস্ব প্রতিবেদক: “মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে মানবাধিকার দিবস-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান,নাটোর জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, পৌর মেয়র উমা চৌধুরী জলি,অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলামসহ মানবাধিকার কমিশনের সদস্যবৃন্দ।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …