শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে মানবপাচার চেষ্টার অভিযোগে আটক- ২

নাটোরে মানবপাচার চেষ্টার অভিযোগে আটক- ২

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে এক মানব পাচারকারী ও এক ধর্ষককে  গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর একটি অপারেশন দল। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরীর নেতৃত্বে সোমবার সন্ধ্যায় নাটোর সদর  উপজেলার বাকরোম উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মানব পাচারকারী সোহরাব হোসেন ও ধর্ষনকারী ছানোয়ার ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় মোহাম্মদ আলী নামে অপর এক আসামি পালিয়ে যায়।

গ্রেফতারকৃত সোহরাব হোসেন(৫৫) সদর উপজেলার বাকরোম উত্তর পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদ প্রামাণিকের ছেলে ও ছানোয়ার ইসলাম একই এলাকার মৃত সেকেন্দার প্রামানিকের ছেলে।

র‍্যাব আরো জানায়, সোহরাব হোসেন ও মোহাম্মদ আলী সিংড়ার শেরকোল কাচারীপাড়া গ্রামের ১৫ বছরের এক মেয়েকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরে মেয়েটিকে পাচারের উদ্দেশ্যে সদর উপজেলার  বাকরোম উত্তরপাড়া এলাকার ছানোয়ার ইসলামের বাড়ীতে আটকে রাখে। এ সময় ছানোয়ার তাকে একাধিক বার ধর্ষণ করে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে সিংড়া থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে র‍্যাব।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …