সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে মাদক সেবনের অভিযোগে ৭ জন আটক

নাটোরে মাদক সেবনের অভিযোগে ৭ জন আটক


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মাদক গ্রহণের অভিযোগে ৭ জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ আগস্ট) রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত নাটোর সদর থানাধীন তেবাড়িয়া উত্তরপাড়া এলাকায় এক মাদক বিরোধী অভিযানে ওই ৭ জনকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হলেন, নাটোর সদর উপজেলার একডালা বাবুর পুকুরপাড় এলাকার রোকচাঁদ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (২৪), দক্ষিণ বড়গাছা এলাকার মৃত কোরবান আলীর ছেলে সামছুল আলম (৫৫), ষ্টেশন বাজার পশ্চিম বড়গাছা এলাকার নফিল উদ্দিনের ছেলে হাসমত আলী (২৫), বনবেলঘড়িয়া এলাকার মৃত সেলিম হোসেনের ছেলে শাকিল হোসেন বাবু (২৫), চৌধুরী বড়গাছা এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে কাজল মিয়া (৩২) এছাড়া ঠাকুরগাঁও জেলার রানী সংকৈল থানাধীন শিডলী এলাকার লালটু পাহানের ছেলে দিলীপ পাহান (৩০) ও নওগাঁ জেলার ধামুরহাট থানাধীন বরাশিপুর এলাকার মৃত কানু পাহানের ছেলে শ্যামল পাহান (৩২)।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল মঙ্গলবার (১৭ আগস্ট) রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত নাটোর জেলার সদর থানাধীন তেবাড়িয়া উত্তরপাড়া এলাকায় কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৭ জনকে আটক করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে ডোপ টেস্টে ৭ জনের ক্ষেত্রে পজেটিভ হওয়ার তাদের আটক করা হয়।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে মাদক সেবন করেছে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …