নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মাদক সেবনের অভিযোগে ১৩ মাদক সেবীকে আটক করেছে র্যাব। শনিবার রাত সাড়ে দশটার দিকে শহরের মল্লিকহাটি এলাকা থেকে মাদক সেবন করা অবস্থায় তাদের আটক করা হয়।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাব-৫ এর একটি অপারেশন দল শনিবার রাত সাড়ে দশটার দিকে শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক সংরক্ষণ ও প্রকাশ্যে সেবনের অপরাধে গাঁজা এবং চোলাই মদ সহ মল্লিকহাটি মহল্লার আব্দুর রশিদের ছেলে সাইফুল ইসলাম (৩৮), একডালা লোচনগড় গ্রামের আব্দুল হাই এর ছেলে শিমুল হোসেন (১৮),তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার জগন্নাথ নুনিয়ার ছেলে নির্মল নুনিয়া (২২),মীমের ছেলে আলআমিন (৩২),মল্লিক হাটি সদর হাসপাতালের পিছনে মৃত গালিবের ছেলে নয়ন (৩০),মল্লিকহাটি প্রাইমারি স্কুলপাড়া এলাকার মৃত মমিন প্রামানিকের ছেলে বিপুল (২৯),হোগলবাড়িয়া উত্তরপাড়া এলাকার মৃত সোনা মোল্লার দেলোয়ার হোসেন (৪২),বেলঘরিয়া বাইপাস নেঙ্গুরিয়া এলাকার নূর মোহাম্মদের ছেলে জনি হোসেন (২৮),কানাইখালী মহল্লার মৃত আসমত আলীর ছেলে ইমান আলী (৪০),পশ্চিম কান্দিভিটা মহল্লার মৃত শমসের আলীর ছেলে ওবায়দুর রহমান (৩৮),মোঃ মতি মন্ডলের ছেলে লিটন মন্ডল (৩৭),বেলঘরিয়া বাইপাস মোড় এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে আলমশাহ (৪৩),তেবাড়ীয়া পালপাড়ােএলাকার বীরেন দাসের ছেলে স্বপন দাস (২৭),কে হাতেনাতে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে মাদক সেবন করছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …