সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে মাদক সেবনের অপরাধে আটক- ১০

নাটোরে মাদক সেবনের অপরাধে আটক- ১০



নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মাদক সেবনের অপরাধে ১০ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার ২০ অক্টোবর রাত সাড়ে এগারোটার দিকে র‌্যাব কর্তৃক একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই ১০ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নাটোর সদর থানাধীন হুগোলবাড়ীয়া গ্রামের আলিম উদ্দিন বেপারী এর ছেলে জয়েন উদ্দিন বেপারী (৪২), তাহের মিয়া’র ছেলে আক্কাছ মিয়া (৩৫), মৃত গফুর প্রামানিক এর ছেলে আবুল কালাম (৪৬), দুলাল হোসেন এর ছেলে রাশেদুল রহমান (৩০), আনোয়ার হোসেন এর ছেলে রাকিবুল ইসলাম (২৫), মৃত নুরুল ইসলাম এর ছেলে শফিকুল ইসলাম (৪৫), মৃত মনিন্দ্রনাথ চক্রবর্তী এর ছেলে উজ্জল চক্রবর্তী (৪৫), হুগোলবাড়ীয়া (পশ্চিমপাড়া) গ্রামের মৃত হাজী ফজলুল হক এর ছেলে নুরু (৪৩), কান্দিভিটা এলাকার মৃত নওয়াব আলী এর ছেলে রানা শেখ (৩৬), আলাইপুর এলাকার মৃত ময়নুল হাসান এর ছেলে মেহেদী হাসান (৩৪)।

র‌্যাব জানায়, সিপিসি-২ নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২০ অক্টোবর বুধবার রাত সাড়ে এগারোটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন তেবাড়িয়া (উত্তর পাড়া) গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১ টি কলকি, ১টি লোহার তৈরি কাটার ও ১টি কাঠের টুকরাসহ মাদক সেবনরত অবস্থায় ওই ১০জনকে আটক করা হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় মাদকসেবীদের আটক করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাপত্র অনুযায়ী আসামীরা মাদকাসক্ত হিসাবে প্রাথমিকভাবে জানা যায়।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা থেকে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদক সেবন করেছে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকার জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে। এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …