সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে মাদক সেবনরত অবস্থায় চার জন আটক

নাটোরে মাদক সেবনরত অবস্থায় চার জন আটক


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মাদক সেবনরত অবস্থায় চার জনকে আটক করেছে র‌্যাব। শনিবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার চাকমারা গোরস্থান এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানার নেতৃত্বে সদর উপজেলার ডাকমারা গোরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় মাদক সেবনরত অবস্থায় সদর উপজেলার একডালা এলাকার আকতার আলীর ছেলে নাঈম মাহমুদ, ফারুক হোসেনের ছেলে ফরিদ, শহিদুল ইসলামের ছেলে ময়নুল ইসলাম, এবং চাঁদপুর কুড়িয়া পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে আজাদুল ইসলাম কে হাতেনাতে আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …