শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে মাদক সেবনরত অবস্থায় ১২ জনকে আটক করেছে র‌্যাব

নাটোরে মাদক সেবনরত অবস্থায় ১২ জনকে আটক করেছে র‌্যাব


নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরের এনএস সরকারি কলেজ মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় ১২ জনকে আটক করেছে র‌্যাব। সোমবার রাত আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২ নাটোর র‌্যাব ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানার নেতৃত্বে র‌্যাবের একটি অপারেশন দল সোমবার রাত আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত নাটোর এন এস কলেজ মাঠের পশ্চিম-দক্ষিন কোণে অডিটোরিয়ামের পিছনে মেহগণি বাগানের ভিতর এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় মাদক সেবন অবস্থায় মাদক দ্রব্য সহ মাদক সেবী লোটাবাড়িয়া মাস্তানমোড় এলাকা জনৈক মোহাম্মদ আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৫), পূর্ব হাগুরিয়া এলাকার মজনু মৃধার ছেলে আয়নাল হক (৩৭), আনোয়ার হোসেনের ছেলে হাবিব (১৮), বড় হরিশপুর (চেয়ারম্যানপাড়া) এলাকার মৃত মওলা বক্স মফিজউদ্দিন (৫৮), -আগদীঘা কাটাখালি এলাকার ছমির গাজীর ছেলে দুলাল সাধু (৪৭) বনবেলঘড়িয়া মধ্যপাড়া এলাকার মৃত রহিদুল ইসলামের ছেলে টুটুল হোসেন (১৯) মকবুল হোসেনের ছেলে জনি হোসেন(২৪),উত্তর পটুয়াপাড়া ঝাউতলা এলাকার সাইদুল ইসলামের ছেলে রায়হান(২৫), শহরের কাপুড়িয়াপট্টি এলাকার মৃত বীরেন দাশের ছেলে গৌর দাশ (৫৫), উত্তর পটুয়াপাড়া (ডোমপাড়ামোড়) এলাকার কুশা মন্ডলের ছেলে সুশান্ত মন্ডল (২৩), তেবাড়িয়া উত্তর পাড়া এলাকার জগন্নাথ নুনিয়ার ছেলে নির্মল নুনিয়া (২৪) বনবেলঘড়িয়া ভুমি অফিস এলাকার ওয়াহেদ ড্রাইভারের ছেলে রুবেল হোসেন (২৪) কে হাতেনাতে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে মাদক সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। উপরোক্ত ঘটনার ব্যাপারে নাটোর জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …