রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে মাদক মামলায় নারীসহ দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

নাটোরে মাদক মামলায় নারীসহ দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে মাদক মামলায় ফাতেমা আক্তার ও মাসুদ রানা নামে দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্প্রতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দীন এ আদেশ দেন।

মামলার এজাহার সুত্র মতে, চলতি বছর ২১ জানুয়ারী পৌর শহর এলাকার চকবৈদ্যনাথ গুড়ের আড়তের সড়কে চেক পোষ্ট পরিচালনা করে র‍্যাব। এসময় বিকাল ৫টার দিকে কালো একটি মোটরসাইকেল র‍্যাবের চেক পোস্ট দেখে পালানোর চেষ্টা করলে আরোহী ফাতেমা আক্তার ও চালক মাসুদ রানাকে আটক করে র‍্যাব। পরে তাদের তল্লাশি করে ফাতেমার হাতে থাকা ব্যাগের ভিতরে দুইটি সেন্ডেলের মধ্যে থেকে ২১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এঘটনায় নাটোর সদর থানায় র‍্যাব বাদি হয়ে একটি মাদক মামলা দায়ের করেন। নাটোর জজ কোর্টের সরকারী কৌশুলি এড.আরিফুর রহমান বলেন, মাদক মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আজ বিচারক তাদের দুইজনকেই যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ২০হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। জরিমান অর্থ পরিশোধ করতে না পারলে আরো ৬ মাসের কারাদন্ডে আদেশও দেন আদালত। আর জব্দকৃত আলামত বিধি মোতাবেক ধ্বংস করার আদেশ দিয়েছেন আদালত।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …