রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে মাদক মামলায় এক নারীর সাত বছরের সশ্রম কারাদণ্ড

নাটোরে মাদক মামলায় এক নারীর সাত বছরের সশ্রম কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মাদক মামলায় মাফেলা বেগম (২৮) নামের এক নারীকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন দায়রা জজ শরীফ উদ্দিন। আজ ২৫ এপ্রিল দুপুরে তিনি এই রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি। মাফেলা বেগম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কোঁকড়া পাড়া মেডিকেল মোড় এলাকার নোমান আলির স্ত্রী।

উল্লেখ্য, গত বছরের ৩ মার্চ রাত্রি পৌনে বারোটার দিকে নাটোর শহরের বাইপাস এলাকা অ্যাক্টিভ মাইক্রো বাসে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৩০ গ্রাম হেরোইন সহ তাকে আটক করে ডিবি পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …