নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মাদক মামলায় ইসাহাক আলী ছিটন নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে দায়রা জজ আদালত। আজ ২৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শরীফ উদ্দিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইসাহাক আলী লালপুর উপজেলার উধান পাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। মামলার রায়ে জানা যায়, ২০১৯ সালের ১৫ মার্চ লালপুর উপজেলার উদান পাড়া গ্রামের ইসাহাক আলীর দেহ ও বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি করে ৭৬০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ ইসাহাক এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। সেই মামলায় তিন বছরে সাক্ষী গ্রহণ ও শুনানি অন্তে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বিজ্ঞ আদালত আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …