নিজস্ব প্রতিবেদক:
উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ার অঙ্গীকার হবে মাদকমুক্ত সোনার বাংলায় রূপান্তর করা। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার নাটোর সদর উজেলার আটঘরিয়া গ্রামে ইউনিয়ন ভিত্তিক মাদক বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভায় এ কথা বলেন বক্তারা। তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওমর আলী প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র অলোক, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক নবীউর রহমান পিপলু, ইউনিয়ন পরিষদ সদস্য নুরনবী, আব্দুর রহমানসহ জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবুল হাসেম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিটিভির সাংবাদিক জালাল উদ্দিন।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …