নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মাদক গ্ৰহণের অভিযোগে ১৫ জনকে আটক করেছে র্যাব। গতকাল ২৩ অক্টোবর শনিবার রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার একডালা এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৫ সিপিসি-২,নাটোর ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি মাদকবিরোধী বিশেষ অপারেশন দল গতকাল ২৩ অক্টোবর শনিবার রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার একডালা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক গ্ৰহণ করা অবস্থায় বাগাতিপাড়া উপজেলার সালাইনগর এলাকার ঠান্টু আলীর ছেলে কাজল আলী (১৯), মেহের আলীর ছেলে মোমিন আলী (১৯), ইয়ার আলীর ছেলে শাকিল (২০), সদর উপজেলার চকবৈদ্যনাথ মৃত নাসির উদ্দিনের ছেলে পলাশ (২৫), মৃত জিন্নাত আলীর ছেলে জামাল হোসেন (৩২), সিংহরদহ পুর্বপাড়া এলাকার ছিদ্দিক হোসেনের ছেলে জুয়েল রানা (২৫), মৃত হোসেন মিয়ার ছেলে আবু তালেব (৩০), চৌধুরীবড়গাছা এলাকার বাবু মন্ডলের ছেলে আলাল(২৭), চৌগাছী এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে বেলাল হোসেন(৩২), ফরিদপুর আমহাটি আঃ রশিদের ছেলে রওশন আলী(২৫), বনবেলঘড়িয়া বাইপাস মোড় মৃত এম এ হাসানের ছেলে মিশর (৩৬), সাইফুল ইসলাম বাবুর ছেলে ফয়সাল (২৪), পন্ডিতগ্রাম এলাকার মোকছেদ প্রামানিকের ছেলে মিলন হোসেনচান্দু (২৮), নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্ৰামের আলতাব হোসেনের ছেলে আল আমিন (২০), মৃত আশরাফুলের ছেলে আজিজুল ইসলাম (৩১), কে আটক করে।
র্যাব আরও জানায়, অভিযানে মাদক সেবনরত অবস্থায় মাদকসেবীদের আটক করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাপত্র অনুযায়ী আসামীগণ মাদকাসক্ত হিসাবে প্রাথমিকভাবে জানা যায়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …