নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মাদক গ্রহণের অভিযোগে ১১জনকে আটক করেছে র্যাব। গতকাল ৩ অক্টোবর রবিবার রাত সোয়া দশটার দিকে সদর উপজেলার নারায়ণপুর হ্যালিপোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল গতকাল ৩ অক্টোবর রবিবার রাত সোয়া দশটার দিকে সদর থানাধীন নারায়নপুর হেলিপোর্ট এলাকায় দুইটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক গ্রহণ অবস্থায় ২৫০মিঃলিঃ চোলাইমদসহ শহরের চকবৈদ্যনাথ এলাকার মৃত সেলিম হোসেনের ছেলে শিমুল ইসলাম (২৭), পশ্চিম বড়গাছা মহল্লার মৃত মোসলেম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৫), সিরাজুল ইসলামের ছেলে আজাদুল ইসলাম (৩৬), সদর উপজেলার চাঁনপুর কুড়িয়াপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল আলিম(৪০), খাদেম আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩০), মৃত আকছেদ আলীর ছেলে খোকন (৩৫), সিংহারদহ এলাকার মোসলেম উদ্দিনের ছেলে শাহিন (৩০), শহরের বলারিপাড়া এলাকার শাহিনুল ইসলাম এর ছেলে শরিফুল ইসলাম সৌরভ (২৭), চকরামপুর এলাকার আব্দুল করিমের ছেলে নাইমুর রহমান (২৪), চৌধুরী বড়গাছা এলাকার মৃত দুলাল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (৩৫), একডালা প্রাণ কোম্পানি রোড এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সুমন (২৬)কে আটক করা হয়।
পরে তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাপত্র অনুযায়ী আসামীগণ মাদকাসক্ত হিসাবে প্রাথমিকভাবে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদক সেবন করেছে এবং নেশাগ্রস্থ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …