সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে মাদকের আলামতসহ ৭ মাদকসেবী আটক

নাটোরে মাদকের আলামতসহ ৭ মাদকসেবী আটক

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর শহরের মল্লিকহাটি আম বাগান থেকে মাদকের আলামতসহ ৭ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব-৫। ৩০ ডিসেম্বর সোমবার পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যার পর পরিচালিত এক অভিযানে উক্ত ৭ মাদকসেবীকে আটক করা হয়।

আটককৃত মাদকসেবীরা হলো, নাটোরের চৌধুরী বড়গাছা বৌবাজার এলাকার আব্দুল জলিলের ছেলে মেহেদী হাসান মুন্না(২৫), কানাইখালি চাউলপট্টি এলাকার মৃত ইয়াছিন এর ছেলে হাসান(৩০), কান্দিভিটা এলাকার মোকছেদ আলীর ছেলে সবুজ(৩২) ও সামসুল হক এর ছেলে মইনুদ্দিন ময়েন(৩৫), বনবেলঘড়িয়া এলাকার মৃত ইসমাইলের ছেলে বাবু(৩৫), পালপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে খলিলুর রহমান ওরফে রাহিদ(২২) এবং মল্লিকহাটি ঘোষপাড়া মোড় এলাকার সিরাজুল ইসলাম সিরাজের ছেলে মোফাজ্জল হোসেন খুশি(২৫)।

সূত্র জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি এস এম জামিল আহমেদ, কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে গত ২৮ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ সন্ধ্যার পর তেবাড়িয়া হইতে মল্লিক হাটি বাজার গামী পাকা রাস্তার দক্ষিণে মল্লিক হাটি আম বাগানে অভিযান পরিচালনা করে মাদকের আলামতসহ উক্ত আসামীদেরকে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদকসেবীগণ বিভিন্ন এলাকা থেকে মল্লিকহাটি আম বাগানে একত্রিত হয়ে মাদক সেবন করছিল বলে সাক্ষীদের সামনে স্বীকার করে।

উপরোক্ত ঘটনায় নাটোর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …