সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক:
মুজিব বর্ষের অঙ্গীকার মাদক করবো পরিহার’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমানসহ কর্মকর্তবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, মাদক একটি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। মাদকের অপব্যবহারের ফলে যুবসমাজ নিজেকে তথা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সকলকে সচেতন হয়ে কাজ করতে হবে। যাতে করে অল্প বয়সী ছেলেরা কুসঙ্গে গিয়ে মাদকাসক্ত হতে না পারে সেজন্য অভিভাবকদের সচেতন থাকারও আহবান জানান বক্তারা। পরে মাদকদ্রব্য বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …