শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:
মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে মাদক দ্রব্যের অপ-ব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্যসমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্নশিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং গণমাধ্যমকর্মীরা। নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় অতিরিক্ত জেলাপ্রশাসক নাদিম সারোয়ার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদচেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃরণী খাতুন উপস্থিত ছিলেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …