সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে মাংসের টুকরায় লেখা আল্লাহ’র নাম

নাটোরে মাংসের টুকরায় লেখা আল্লাহ’র নাম


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে এক বাড়িতে রান্না করা গরুর মাংসের টুকরায় আল্লাহর নাম লেখা দেখা গেছে। মাংসের এক পিঠে আরবি হরফে ‘আল্লাহ’ এবং অপর পিঠে ‘হা-মিম’ লেখা রয়েছে। এই ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এঘটনা দেখতে উচ্ছুক মানুষের ভিড় জমে। উপজেলার সিরাজিপুর মন্ডলপাড়া গ্রামের কফেল মন্ডলের বাড়িতে এই ঘটনা ঘটে। ওই বাড়ির লোকেরা ‘আল্লাহ’ লেখা মাংসের টুকরাটি সংরক্ষণ করে রেখেছেন।

এবিষয়ে কফেল মন্ডল বলেন, বিয়াই বাড়ি থেকে আকিকার মাংস পাঠিয়েছে। মাংস রান্না করার পর খাবার সময় আমার ছোট ছেলে লক্ষ করেন তার প্লিটের এক টুকরা মাংসে আরবি হরফে এক পিঠে ‘আল্লাহ’ এবং অপর পিঠে ‘হা-মিম’ লেখা রয়েছে। পরে মাংসর টুকরা টি সংরক্ষণ করে রেখেছি বলে জানা তিনি।

এবিষয়ে দর্শনার্থী শারমিন আক্তার বলেন, এমন ঘটনা এর আগে টিভি ও পত্রিকায় দেখেছি। তবে এবার বাস্তবে দেখলাম।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …