রবিবার , ফেব্রুয়ারি ২৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে মহাসড়কে টমেটো ফেলে অবরোধবর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও

নাটোরে মহাসড়কে টমেটো ফেলে অবরোধবর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও

বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবিতে নাটোরে সহাসড়কে টমেটো
ফেলে অবরোধ ও বিক্ষোভ। করেছে কৃষকরা। বুধবার দুপুরে নাটোর শহরের
নাটোর-রাজশাহী মহাসড়কের বেলঘড়িয়া বাইপাস এলাকায় কৃষকরা
প্রায় আধা ঘন্টা মানববন্ধন করে। পরে মহাসড়কে টমেটো ফেলে বিক্ষোভ
কর্মসূচী পালন করেন তারা। এসময় কৃষকরা ‘বর্ধিত ভ্যাট-শুল্ক
প্রত্যাহার করো, কৃষকের জীবন বাঁচাও’ ¯েøাগান দিতে থাকে তারা।
এতে করে তীব্র ভোগান্তিতে পড়েন ঢাকা-রাজশাহীসহ বিভিন্ন রুটের
শতশত যাত্রী। কর্মসূচীতে নাটোর, রাজশাহী, গোদাগাড়ি,
চাপাইনবাবগঞ্জের শত শত কৃষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য
রাখেন কৃষক সৈয়দ আলী, নাজির উদ্দিন বাবু, আমানউল্লাহ, হাফিজুর
রহমান, মইনুল ইসলামসহ অনেকে। এসময় বক্তারা বলেন, ৫ শতাংশ থেকে ১০
শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছে। ফলে এক বিঘা জমিতে ৫০ হাজার টাকায়
টমেটো চাষ করে তা ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে না। নায্য মূল্য না
পেয়ে কৃষকরা আর্থিক লোকসানে পড়ছেন। কৃষকদের বাঁচাতে
কৃষকের উপর বর্ধিত ট্যাক্স অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

আরও দেখুন

গান বাজানোর জেরে মারপিটের পর বাসর ঘর

ভাঙচুর নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বিয়েবাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে বরপক্ষকে তুমুল মারপিটের পর বরকে বাসর ঘর …