সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালিত

নাটোরে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালিত


নিজস্ব প্রতিবেদক:
৫০ বার তোপধ্বনি, স্বাধীনতা স্মৃতি স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নাটোরে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সুচনা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মাদ্রাসা মোড় এলাকায় স্থাপিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অপর্ণ, এক মিনিট নিরবতা পালন এবং দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলা আওয়ামী লীগ শহরের কন্দিভিটাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসুচির আয়োজন করে।

এছাড়াও শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পুলিশ আনসার মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন করা হয়। দুপুর ১২ টায় শহরের অনিমা চৌধুরী কমপ্লেক্সের অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …