রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে মসজিদের মাইক চুরির অভিযোগে এক যুবককে গাছের সাথে বেঁধে পেটানোর অভিযোগ

নাটোরে মসজিদের মাইক চুরির অভিযোগে এক যুবককে গাছের সাথে বেঁধে পেটানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে মসজিদের মাইক চুরির অভিযোগে রিদয় হোসেন নামে এক যুবককে গাছের সাথে বেঁধে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পূর্ব ছাতনী গ্রামে ঘটনাটি ঘটেছে। তাকে পেটানোর পরে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, আজ বৃহস্পতিবার সকালে মসজিদের ভিতরে ঢুকে পূর্ব ছাতনী জামে মসজিদের মাইকের মেশিন চুরি করে বস্তায় নিয়ে পালানোর সময় এলাকাবাসী এক যুবককে হাতেনাতে ধরে গাছের সাথে বেঁধে পেটানোর পর তাকে আটক করে রেখেছে।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক রিদয় হোসেনকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানায়। তবে রিদয়কে পেটানোর সময় সে বার বার বলেছে যে, সে চুরি করেনি। সে চারটে ভাতের জন্য মানুষের কাছে যায়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …