রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে মধ্যরাতে ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নাটোরে মধ্যরাতে ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেক:

নাটোরে ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। সোমবার মধ্যরাতে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া, কাফুরিয়া, দিঘাপতিয়া ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে, রেলওয়ে স্টেশন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, বস্তি ও রাস্তার পাশে থাকা ছিন্নমূল শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয় ।

একই সাথে তিনি অসহায় ছিন্নমূল প্রতিবন্ধি মানুষকে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারসহ সরকারী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি। জেলা প্রশাসককে কাছে পেয়ে অনেক ছিন্নমূল শীতার্ত মানুষ তাদের কষ্টের কথা তুলে ধরেন।জেলা প্রশাসক জানান, জেলায় অসহায় শীতার্ত মানুষকে প্রধানমন্ত্রী উপহার ৩৬ হাজার শীতবস্ত্র বিতরণ অব্যাহত আছে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …